বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টানা চল্লিশ দিনের ছুটিতে ইবি 

ইবি প্রতিনিধি

টানা চল্লিশ দিনের ছুটিতে ইবি 

পবিত্র রমজান ও ইদ-উল-ফিতর উপলক্ষে চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ছুটি শুরু হবে আগামী ১১ই মার্চ সোমবার হতে।

এসময়ে যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষা নিতে পারবে। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ই মার্চ হতে ১৭ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০শে এপ্রিল থেকে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, একাডেমিক কাউন্সিলে ছুটির বিষয়ে সিন্ধান্ত হয়। তবে বন্ধের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুতসহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে এবং অফিস কার্যক্রম যথারীতি চলবে।

টিএইচ